ইউরোপের ২৬ টি দেশের নাম

পৃথিবীর এক অন্যতম প্রাচীন ইতিহাস এবং আধুনিক সভ্যতার কেন্দ্রস্থল হলো ইউরোপ। ইউরোপ মহাদেশে ৫০ টিরও বেশি দেশ রয়েছে। তার মধ্যে ২৬ টি দেশ হচ্ছে সেনজেনভুক্ত। আপনি কি ইউরোপের ২৬ টি দেশের নাম, ইউরোপ সেনজেনভুক্ত দেশের তালিকা এবং ইউরোপ মহাদেশের ভূগোল এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন।



এছাড়াও ইউরোপ মহাদেশের আয়তন ও জনসংখ্যা সম্পর্কে জানতে চাচ্ছেন? তার আগে আপনাদের জানতে হবে ইউরোপে কয়টি দেশ রয়েছে। কতগুলো দেশ ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত। তাই এগুলো জানতে পুরো আর্টিকেলটি নিচে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ ইউরোপের ২৬ টি দেশের নাম

ইউরোপের কয়টি দেশ 



ইউরোপ মহাদেশের মোট ৫০ টি দেশ রয়েছে, তবে এসব দেশকে প্রধান দুইটি শ্রেণিতে ভাগ করা হয়েছে সেগুলো হলো সেনজেনভুক্ত দেশ ও নন সেনজেন ভুক্ত দেশ। সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের ২৬ টি দেশ, যেখানে বিনা বাধায় আপনার ভ্রমণের সুযোগ সুবিধা রয়েছে।

এই সুবিধাটিকে কাজে লাগিয়ে আপনি ইউরোপের বিভিন্ন দেশে সহজে চলাচল করতে পারবেন এবং যেকোনো একটি দেশের ভিসা নিয়ে অন্য সেনজেন ভুক্ত দেশে আপনাদের পক্ষে ভ্রমণ করা সম্ভব।

ইউরোপের ২৬ টি দেশের নাম

ইউরোপের সেনজেনভুক্ত ২৬ টি দেশের নাম তালিকা আকারে নিম্নে তুলে ধরা হলো, যা আপনাদের ভ্রমণ ও গবেষণার জন্য অনেক গুরুত্বপূর্ণঃ
  1. অস্ট্রিয়া
  2. বেলজিয়াম
  3. চেক প্রজাতন্ত্র
  4. এস্তোনিয়া
  5. ডেনমার্ক
  6. ফ্রান্স 
  7. ফিনল্যান্ড
  8. গ্রীস
  9. জার্মানি
  10. হাঙ্গেরি
  11. আইসল্যান্ড
  12. ইতালি
  13. লাটভিয়া
  14. লিচেনস্টাইন
  15. লিথুনিয়া
  16. লুক কিম্বার্গ
  17. মালটা
  18. নেদারল্যান্ডস
  19. নরওয়ে
  20. পোলান্ডো
  21. পর্তুগাল
  22. স্লোগানিয়া
  23. স্পেন
  24. সুইডেন
  25. সুইজারল্যান্ড
এছাড়াও ২০২৩ সালে নতুন ভাবে ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত হওয়ার কারণে সেনজেন দেশগুলোর সংখ্যা বেড়ে ২৭ টি সেনজেনভুক্ত দেশ হয়েছে।

ইউরোপ মহাদেশের দেশগুলো এবং রাজধানীর নাম

ইউরোপে ভ্রমণ কিংবা জ্ঞান অর্জনের জন্য এই দেশগুলোর রাজধানীর নাম জানা আপনার জন্য একান্ত জরুরী। নিম্নে কিছু উল্লেখযোগ্য দেশ ও তাদের রাজধানী গুলোর নাম আলোচনা করা হলোঃ

  1. অস্ট্রিয়া-ভিয়েনা
  2. আলবেনিয়া-তিরানা
  3. অ্যান্ডোরা-অ্যান্ডোরা লা ভেল্লা
  4. আয়ারল্যান্ড-ডাবলিন
  5. আর্মেনিয়া-ইয়েরেভেন
  6. আইসল্যান্ড-রেইকিয়াভিক
  7. ইতালি-রোম
  8. ইউক্রেন-কিয়েভ
  9. ইংল্যান্ড-লন্ডন
  10. এস্তোনিয়া-তালিন
  11. অস্ট্রিয়া-ভিয়েনা
  12. ওলান্ড-মারিয়েহাম
  13. কসোভা- প্রিস্টিনা 
  14. ক্রোয়েশিয়-জাগরেব
  15. গ্রীস-এথেন্স
  16. জর্জিয়া- তবিলিসি
  17. জার্মানি-বার্লিন
  18. ডেনমার্ক-কোপেনহেগেন
  19. নরওয়ে-অসলো 
  20. নেদারল্যান্ড -আমস্টারডাম
  21. পোলান্ডো-ওয়ারশ
  22. পর্তুগাল-লিসবন
  23. ফ্রান্স-প্যারিস
  24. ফিনল্যান্ড-হেলসিঙ্ক
  25.  বেলজিয়াম-ব্রাসেলস
  26. বেলারুশ-মিনক্স
  27. বসনিয়া ও হারজেগোভীনা-সারায়েভো
  28. বুলগেরিয়া-সোফিয়া
  29. মালটা-ভালেটা
  30. মেসিডোনিয়া (উত্তর মেসিডোনিয়া)- স্কোপিয়ে
  31. মন্টিনিগ্রো-পডগরিতসা
  32. মিনাকো-মিনাকো
  33. লাটভিয়া-রিগা
  34. লিথুনিয়া-ভিলনিয়াস
  35.  লিচেনস্টাইন-ভাডুজ
  36. লুক্সেমবার্গ -লুক্সেমবার্গ 
  37. রাশিয়া-মস্কো
  38.  রোমানিয়া-বুখারেস্ট
  39. সার্বিয়া-বেলগ্রেড
  40. সারপ্রাইস-নিকোসিয়া
  41. সান মারিনো -সান মারিনো
  42. সুইডেন-স্টকহোম
  43. সুইজারল্যান্ড- বান
  44. স্লোভেনিয়া-লুব্লিয়ানা
  45. স্লোভাকিয়া-ব্রাতিস্লাভা
  46.  স্পেন-মাদ্রিদ
  47. তুরস্ক-আঙ্গারা
  48. হাঙ্গেরি-বুদাপেস্ট
  49. চেক প্রজাতন্ত্র-প্রাগ
  50. আন্ডোরা-লা ভেল্লা
  51. ভ্যাটিকান সিটি-ভ্যাটিকান সিটি
প্রত্যেকটি দেশ তার নিজ নিজ সংস্কৃতি সভ্যতা এবং ইতিহাস নিয়ে সমৃদ্ধ। প্রত্যেকটি দেশের মানুষের আচার-আচরণ খাদ্যাভাস সবকিছুই আলাদা এবং প্রতিটি দেশের একটি করে রাজধানী রয়েছে।

ইউরোপের ধনী দেশের তালিকা 



ইউরোপের ধনী দেশগুলো অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক শীর্ষে রয়েছে। ইউরোপের ২৬ টি দেশের নাম যা মানুষের জীবনযাত্রার মান এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অনেক বিখ্যাত। নিম্নে ইউরোপের শীর্ষ ধনী দেশগুলোর নাম উল্লেখ করা হলোঃ

  1. লুক্সেমবার্গ 
  2. বেলজিয়াম
  3. ফ্রান্স
  4. জার্মানি
  5. ডেনমার্ক
  6. সুইজারল্যান্ড
  7. ক্রোয়েশিয়া
  8. নরওয়ে
  9. আয়ারল্যান্ড

ইউরোপের গরীব দেশের তালিকা

ইউরোপ মহাদেশের সবচাইতে গরিব দেশ হচ্ছে মলদোভা। মলদোভা ছাড়াও আরো দশটি দেশ রয়েছে যেগুলো ইউরোপের সবচাইতে গরিব দেশ হিসেবে উল্লেখ করা হয়। তাই যে দশটি গরিব দেশ রয়েছে সেই দেশ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। তাই আজকের এই পোস্টে ইউরোপের ৫০টি দেশের মধ্যে সবচাইতে গরিব ১০ টি দেশের নাম নিম্নে উল্লেখ করা হলোঃ

  1. মালদোভা
  2. সার্বিয়া
  3. ইউক্রেন
  4. বলারুশ
  5. মন্টিনিগো
  6. মেসিডোনিয়া
  7. বুলগেরিয়া
  8. আলবেনিয়া
  9. কসোভা
  10. বসনিয়া এবং হারজেগভীনা

ইউরোপের সেনজেনভুক্ত দেশের তালিকা

ইউরোপের ২৬ টি দেশের নাম বা ইউরোপের সেনজেন ভুক্ত ২৬ টি দেশের নাম অনেকেই জানতে চান
ইউরোপে সেনজেনভুক্ত দেশগুলোতে চলাচল অনেক সহজ হওয়ার কারণে এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইউরোপে সেনজেনভুক্ত দেশগুলো মোট ২৬ টি। এগুলোর মধ্যে পর্যটকদের সবচেয়ে পছন্দের সেনজেনভুক্ত দেশগুলো হলোঃ

  1. অস্ট্রিয়া
  2. বেলজিয়াম
  3. ফ্রান্স
  4. জার্মানি
  5. ডেনমার্ক
  6. সুইজারল্যান্ড ক্রোয়েশিয়া

সেনজেন চুক্তির অধীনে এই দেশগুলোর মধ্যে ভ্রমণকারীদের শুধুমাত্র একটি দেশের জন্য ভিসার প্রয়োজন হবে। তারা ইচ্ছা করলে যেকোনো সেন্টেন দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবেন। এটি ভ্রমণকারীদের কাছে একটি অন্যতম সুবিধা ভ্রমণ করার জন্য আপনারা ব্যবসা এবং পর্যটন উভয় ক্ষেত্রে জন্য এর সুবিধা ভোগ করতে পারেন।

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা

ইউরোপ মহাদেশে মোট ৫০ টি দেশ রয়েছে এর মধ্যে ২৭ টি দেশ সেনজেন তালিকাভুক্ত এবং ২৩ টি দেশ নন সেনজেন ভুক্ত। ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর নাম আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন কিন্তু অনেকে জানতে চেয়ে থাকেন ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা গুলো। নিম্নে ননসেনজেন ভুক্ত দেশের নাম গুলো আলোচনা করা হলোঃ

  1. যুক্তরাজ্য
  2. ক্রসোভা
  3. স্লোভাকিয়া
  4. তুর্কি
  5. সুইজারল্যান্ড
  6. নরওয়ে
  7. মোনাকো
  8. সান মেরিনো
  9. রাশিয়া
  10. জর্জিয়া
  11. বেলারুশ
  12. মন্টিনিগ্রো
  13. আর্মেনিয়া
  14. ভ্যাটিকান সিটি
  15. মেসিডোনিয়া
  16. বসনিয়া ও হারজেগভিনা
  17. মলদাবিয়া
  18. ইউক্রেন
  19. আলবেনিয়া
  20. সার্বিয়া
  21.  লিচেনস্টাইন

ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ এবং বৃহত্তম শহর গুলোর নাম



অনেকেই ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশটির নাম জানতে চান। ইউরোপ মহাদেশের উপস্থিত সবথেকে বড় দেশটির নাম হল রাশিয়া। এবং এটি আয়তনের দিক দিয়েও অন্যান্য দেশের চেয়ে অনেক বড়। এই দেশটির আয়তন এত বড় যে আপনার কল্পনার বাহিরে। এর আয়তন এতটাই বিশাল যে, এর এক অংশ দিনের মধ্যে পড়ে আর অন্য অংশ রাত্রির মধ্যে পড়ে। তাহলে আপনারাই ভাবুন এর আয়তন কত বড় হতে পারে।

সাতটি সাতটিমহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশের অবস্থান হলো তৃতীয়।ইউরোপ মহাদেশে অনেক বড় বড় দেশ আছে এবং এর সাথে অনেক বড় বড় শহর রয়েছে। ইউরোপ মহাদেশের সবথেকে বৃহত্তম শহর গুলো হল লন্ডন, প্যারিস, ইস্তাম্বুল , মস্কো , মাদ্রিদ , মিলান , সেন্ট , বার্সেলোনা , এবং বালিন এছাড়াও আরো অনেক বড় বড় শহর রয়েছে।

ইউরোপ মহাদেশের আয়তন



জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ মহাদেশের অবস্থান তৃতীয় এবং আয়তনের দিক দিয়ে ইউরোপ মহাদেশের স্থান ৬ নাম্বারে রয়েছে। ইউরোপ মহাদেশের আয়তন হল ৩৯,৯৭,৯২৯ বর্গমাইল অথবা (১,০৩,৫৪,৬৩৬ বর্গ কিলোমিটার) এবং জনসংখ্যার দিক থেকে প্রায় ৭৩,৮৮,৪৯,০০০ জন।

ইউরোপের সবথেকে বড় গর্বের বিষয় হল এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও এই মহাদেশে বিশ্বের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশগুলিও রয়েছে। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া যার আয়তন হলো ৬৬ বর্গমাইল এবং ভ্যাটিকান সিটি ইউরোপের একটি ক্ষুদ্রতম দেশ এবং যার আয়তন শুধুমাত্র ১০৯ একর।

ইউরোপ মহাদেশের ভূগোল এবং সাংস্কৃতিক বৈচিত্র্য

ইউরোপের মোট ৫০ টি দেশ এর মধ্যে ইউরোপের ২৬ টি দেশের নাম মানুষের কাছে অনেক জনপ্রিয় পর্যটক স্থান হিসেবে।ইউরোপ বিশ্বের কাছে সুপরিচিত তার মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য। আটলান্টিক মহাসাগরের পাশের এই মহাদেশে বিভিন্ন আবহাওয়া, আঞ্চলিক সংস্কৃতি এবং বিভিন্ন রকম ভাষার বৈচিত্র্যতা দেখা যায়। যেমন উত্তর ইউরোপে অনেক ঠান্ডা আবহাওয়া থাকলেও দক্ষিণ ইউরোপে তুলনামূলকভাবে অনেক বেশি গরম থাকে। এই বৈচিত্রতার জন্যই পর্যটকদের কাছে ইউরোপ দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে।

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল

ইউরোপের মোট পঞ্চাশটি দেশ এর মধ্যে সেনজেন ভুক্ত দেশ ২৬ টি এটি পর্যটকদের একটি আকর্ষণীয় ধান। ইউরোপের ২৬ টি দেশের নাম সবাই মনে রাখতে চাই কিন্তু এর কৌশল সম্পর্কে অনেকেরই অজানা রয়েছে। অনেকে ইন্টারনেটে সার্চ দিয়ে জানতে চেয়ে থাকেন ইউরোপ মহাদেশ গুলোর নাম মনে রাখার কৌশল।

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল বিভিন্ন ধরনের হয়ে থাকে। যদি সেগুলো কৌশল আপনি একবার practical ভাবে দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল লিখে আপনি সার্চ দিলে সেই কৌশল গুলো চলে আসবে এবং আপনি সেখান থেকে দেখে শিখে নেবেন এবং আপনি চাইলে অনেক বার করে দেখতে পারেন এতে আপনার ভালোভাবে মনে থাকবে।

লেখক এর শেষ মন্তব্য

আপনারা যারা যারা ইউরোপের ২৬ টি দেশের নাম এবং ইউরোপের ২৬ টি দেশ সম্পর্কে তথ্য জানতে চেয়েছেন আশা করি এই পোস্টের মাধ্যমে সম্পূর্ণ তথ্য গুলো তুলে ধরা হয়েছে। তাই আপনারা ইউরোপের ২৬ টি দেশের নাম কিংবা ইউরোপের 50 টি দেশের নাম সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই আর্টিকেলটি সম্পন্ন করার মাধ্যমে জানতে পারবেন।

আমি আশা করছি যে, আজকের এই পোস্টটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তাই আমার এই পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন আর্টিকেল পেতে অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url