ঝাপসা ছবি স্পষ্ট করার ১০টি টিপস

আজকের এ আর্টিকেলে আমরা আলোচনা করব একটি ঝাপসা ছবি কিভাবে খুব সহজে স্পষ্ট করা যায়। অনেকে রয়েছে ছবি তোলার পর ছবি ঝাপসা হয়ে যায়। ছবিতে কিছু বোঝা যায় না এই সমস্যার সমাধানের উপায় সম্পর্কে জানব।



কিভাবে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় ঝাপসা ছবি স্পষ্ট করার অনেকগুলো উপায় রয়েছে। এরমধ্যে সহজ উপায়ে স্পষ্ট করা যায় এমন কয়েকটি মাধ্যম আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকের পোস্টটি শুরু করা যাক কিভাবে একটি ঝাপসা ছবি স্পষ্ট করা যায়। 

সূচিপত্রঃ ঝাপসা ছবি স্পষ্ট করার ১০ টিপস

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়

কিভাবে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় চলুন জেনে নেওয়া যাক। ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি এর মধ্যে জনপ্রিয় কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। তাই বিভিন্ন ধরনের ওয়েবসাইট অর্থাৎ অ্যাপ্লিকেশন এ আই ব্যবহার করে ঝাপসা ছবিকে স্পষ্ট করব।

আজকের এই পোস্টে জানবো ছবি কিভাবে স্পষ্ট করব অ্যাপ্লিকেশন এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা প্লেস্টোর থেকে ঝাপসা ছবি স্পষ্ট করার অনেকগুলো এপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন বাদেও আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট এর ভেতরে ঝাপসা ফটোগুলো ক্লিয়ার করতে পারবেন।

আবার আপনি যদি চান ওয়েবসাইটগুলো বাদ দিয়ে এআইয়ের কাছ থেকে খুব সহজ পদ্ধতিতে আপনারা ঝাপসা ছবিকে স্পষ্ট করতে পারবেন। টেকনোলজির এই যুগে এআই দিন দিন অনেক বেশি স্মার্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি সঠিক ব্যবহার জানেন তাহলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ঝাপসা ছবিকে স্পষ্ট করতে পারবেন।

এরকম একটি Ai হল chat gpt এটা দিন দিন অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে.। এই আইডিতে আপনি যে কমেন্ট দিবেন অর্থাৎ আপনি যেটি বলবেন বা ওর কাছ থেকে যে কাজ করে নিতে চাচ্ছেন সেটা বলার সাথে সাথে সে আপনার কথামতো কাজ করবে।Ai এতই পাওয়ার ফুল যে আপনি যেকোন বিষয় বা কাজ এর কাছ থেকে করে নিতে পারবেন।

ঝাপসা ছবি ক্লিয়ার করার সফটওয়্যার

ঝাপসা ছবি ক্লিয়ার করার অনেক সফটওয়্যার আছে তার মধ্যে কিছু সফটওয়্যার সম্পর্কে আমরা জানব। এই সফটওয়্যার এর মাধ্যমে আমরা খুব সুন্দর ভাবে আমাদের ছবিগুলো ক্লিয়ার করতে পারব এর জন্য আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এর জন্য সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে।

গিয়ে সেখান থেকে Remini ডাউনলোড করতে হবে। এই ছবিটির মাধ্যমে খুব সহজে আপনারা ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন। এটি খুব জনপ্রিয় একটি অ্যাপস আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এটি সহজে পেয়ে যাবেন। এরপর app ওপেন করলে সেখানে আপনাকে আপনার যে ছবিটি ঝাপসা সেটা আপলোড করতে হবে।

বিশেষ করে বিভিন্ন মানুষ এটিকে গ্রাফিক্স ডিজাইনের কাজে ব্যবহার করে। তাহলে এতক্ষণে বুঝে গেছেন এই অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় এবং পাওয়ারফুল একটি অ্যাপ্লিকেশন। যদি এই এপ্লিকেশনটির ব্যবহার আপনি খুব ভালোভাবে জেনে যান তাহলে আপনি এটা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন।

আপনি এই অ্যাপ্লিকেশন টি দিয়ে গ্রাফিক্স ডিজাইনও শিখতে পারবেন। বিভিন্ন ধরনের লোগো ডিজাইন থেকে শুরু করে সকল ধরনের ডিজাইন আপনি খুব সহজেই করতে পারবেন। মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটি জনপ্রিয় এপ্লিকেশন হলো Picsart। এই অ্যাপ্লিকেশনটি মোবাইলের জন্য অনেক সুন্দর ভাবে কাজ করে।

অস্পষ্ট ছবি স্পষ্ট করা

অস্পষ্ট ছবি স্পষ্ট করা যায় কিভাবে তা আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানবো। আমরা বিভিন্ন ফোন থেকে ছবি তুললে দেখা যায় সে ছবিগুলো অস্পষ্ট হয়ে থাকে। এই ছবিগুলো আপনি ভাল কোয়ালিটিতে স্পষ্ট করবেন কিভাবে বিস্তারিত জানব। এই স্পষ্ট ছবিকে স্পষ্ট করার জন্য কয়েকটি উপায় ব্যবহার করা যাক।

বিভিন্ন এপ্লিকেশন এর মাধ্যমে এটি করা যায় এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা এ আই এর মাধ্যমে অস্পষ্ট ছবি স্পষ্ট করা যায়। আপনার কাছে যেটা সুবিধা জনক মনে হবে সেটা দিয়ে অস্পষ্ট ছবিকে স্পষ্ট ছবি করে নিতে পারবেন। আমার কাছে মনে হয় রিমিনি এপ্লিকেশনটি অনেক ভালো ছবিকেস্পষ্ট করার জন্য। আপনি চাইলে এ আই এর মাধ্যমে স্পষ্ট করতে পারেন।


ঝাপসা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট

ঝাপসা ছবি ক্লিয়ার করার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে এর মধ্যে কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানব। যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আমাদের ঝাপসা ছবি ক্লিয়ার করা যাবে। ছবি ক্লিয়ার করার জন্য এই ওয়েবসাইট গুলো দিয়ে ঝামেলা ছাড়াই ছবি স্পষ্ট করতে পারবেন।

এছাড়াও আরো কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে একটু ঝামেলা করতে হয়।। যার কারণে এই ওয়েবসাইটে একটু ঝামেলা মনে হয় আর আমি যেগুলো ওয়েবসাইট আপনাদের বলব সেগুলোতে খুব সহজেই ফটো ইন হ্যান্ডস করে নিতে পারবেন অর্থাৎ ফটো ক্লিয়ার করে নিতে পারবেন। নিম্নে জনপ্রিয় ওয়েবসাইট গুলো আলোচনা করা হলোঃ-

picWish:picWish এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনার ফটো খুব সহজে স্পষ্ট করে নিতে পারবেন। এবং আপনার ফটো যে এক্সট্রা নয় থাকবে সেটি সহজেই রিমুভ করতে পারবেন। আপনি ওয়েবসাইটের যেকোন ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে।

Enhance.phot.to:Enhance.phot.to এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনার ফটো খুব সহজেই স্পষ্ট করে নিতে পারবেন বাEnhance করে নিতে পারবেন।Enhance এর অর্থ হলো ঝাপসা অথবা ঘোলাটে ছবিকে একদম ক্লিয়ার করে দেওয়া। এই ওয়েবসাইটটি যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব সহজেই অস্পষ্ট ছবি স্পষ্ট করতে পারবেন।

ভ্যান্স এ আই ইমেজ সার্পেনার

অস্পষ্ট ছবিকে স্পষ্ট করার জন্য আই ইমেজ সার্পেনার টুলসটি অন্যতম। এই টুলস টি ছোট হলেও দুর্দান্ত। যা ব্যবহারের ফলে আপনি চমৎকার ফলাফল পাবেন। আপনি হয়তো এ আই এর নাম থেকে অনুমান করতে পেরেছেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ক্লিকের ঝাপসা বা অস্পষ্ট ছবিগুলোকে স্পষ্ট করবে।
 
এটির বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেগুলো একটি ছবির ঝাপসা হওয়ার ভিন্ন ভিন্ন কারণ মোকাবেলা করে। উদাহরণ হিসেবে বলা যায় ফোকাসের বাইরের ছবিগুলোকে ঠিক করা এবং সামগ্রিকভাবে ছবিকে সার্ভ করে ইত্যাদি। এখানে ফলাফল গুলো খুবই চমৎকার যদিও অনেক সময় খুব স্পষ্ট দেখায়। যা খুব স্ব অস্বাভাবিক লাগে।তবে আপনি যে ফলাফল পাবে তাতে হতাশ হওয়ার সম্ভাবনা কম।

সামনে ও পেছনের ছবিগুলো খুব সহজে তোলার জন্য ভ্যান্স এ আই তাদের ছবি আগের ছবি পাশাপাশি দেখায়। সেখানে পরবর্তী ছবিগুলোকে আগের গুলোর তুলনায় স্পষ্ট ভাবে সার্ফ দেখায়। তবে শুধু প্রথম দুটি ছবির জন্য বিনামূল্যে ব্যবহার করা আর এর পরের ছবিগুলো ডাউনলোড করার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। তাই অর্থ প্রদান না করে আপনি যদি একসঙ্গে অনেকগুলো ছবি দিয়ে থাকে সে ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে।

পিকউইশ 

এই তালিকার পরবর্তী স্থানে রয়েছে পিকউইসের  আনব্লার সারপেন টুলটি। এটা খুব বেশি ঝামেলা ছাড়াই সহজেই আপনার কঠিন কাজটি করে দেবে। আপনাকে শুধু ঝাপসা ছবিটি সেখানে আপলোড দিতে হবে। তারপরে স্বয়ংক্রিয়ভাবে যতটা সম্ভব ছবিটাকে স্পষ্ট করে দেবে। ম্যানুয়ালি একটি ছবি স্পষ্ট করার শেখার চেয়ে অনেক দ্রুত এ প্রক্রিয়ায় কাজ হয়ে যায়।

পিক উইশের ফলাফল অনেক ভালো। এটি ছবিকে অনেক সুন্দর ভাবে স্পষ্ট করে দেয়। স্লাইডার টানার মাধ্যমে ছবির আগের এবং পরের পার্থক্য আপনি দেখতে পাবেন। তবে আপনি যদি ছবিটি ডাউনলোড করেন তাহলে আগে একাউন্টের জন্য সাইন আপ করতে হবে। সাইন আপ শেষ হয়ে গেলে শুধু লগইন করতে হবে। এরপরই আপনি ছবিগুলো ডাউনলোড করতে পারবেন।  


এছাড়াও এতে আপস্কেলিং ফিচার রয়েছে । এর মাধ্যমে আপনি ছবির রেজুলেশন বাড়িয়ে বড় করতে পারবেন। তবে পিক উইশের সর্বোচ্চ ২০৪৮ x ২০৪৮ পর্যন্ত ছবিগুলোকে আপস্কেল করা যাবে। এটি হলো পিক উইশের সর্বোচ্চ আপলোড সীমা।                                  

 মিডিয়া ডট আইও ইমেজ শার্পেনার

আপনি এমন কিছু খুঁজতেছেন, যা আপনার ঝাপসা ছবিকে অতি দ্রুত সার্ভ করে দেবে। কোন সাইন আপ কিংবা প্রিমিয়াম প্যাকেজের ঝামেলা ছাড়াই সেটি ডাউনলোড করাও যাবে। তাহলে খুব তাড়াতাড়ি মিডিয়া ডট আই ও হতে পারে আপনার জন্য একটি খুব ভালো টুলস।

মিডিয়া ডট আইও তে খুব সহজভাবে কাজ করা গেলেও এর রয়েছে কয়েকটি শর্ত। শর্তগুলো হল আপনি ৫ মেগাবাইটের চেয়ে বড় ফাইল আপলোড করতে পারবেন না এবং শুধু আপনার কম্পিউটার থেকে ছবি আপলোড করতে হবে। সর্বোপরি মিডিয়া ডট আই ও একটি সার ছবি তৈরি করার জন্য দ্রুত কাজ করে। এ প্রক্রিয়াটি অন্যান্য সাইডের তুলনায় বেশি ভালো না হলেও সার্বিকভাবে এটি ছবির অস্পষ্টতা কিছুটা কমাতে পারে।

মিডিয়া ডট আইও এর বিপর্য এবং আপনার নামে একটি অপশন রয়েছে। যার মাধ্যমে আগের এবং পরের ছবির মধ্যে আপনি পার্থক্য দেখতে পাবেন এবং এই মিডিয়া টি কিভাবে আপনার ছবি শার্প করে তা সহজেই বুঝতে পারবেন। এই মিডিয়ার সব থেকে ভালো দিক হলো, আপনার সহজেই একটি ক্লিকে আপনার ছবি ডাউনলোড করতে পারবেন।


ফটোর 

ফটোর ইমেজ এডিটিং সুইটে বেশ কিছু অপশন আছে। যার মধ্য দিয়ে ছবির অস্পষ্ট তো দূর করা যায়। আপনি যদি আরও কিছু এডিটিং করতে চান এবং চমৎকার ফলাফল পেতে চান তাহলে ফটোর হতে পারে একটি অন্যত টুল।

ফটোর ব্যবহার করা খুব সহজ যদিও প্রথমবার ব্যবহারের ক্ষেত্রে আপনাদের কাছে একটু বিশৃংখল মনে হতে পারে। তবে আপনি যদি ফটোর এর আনব্লার টুলে গিয়ে ছবি আপলোড করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ছবি থেকে অস্পষ্টতা সরে যাবে। টুলটুইতে একটি বিফর আফটার সাইডার আছে। যা দিয়ে এডিট এর আগেই আপনি আগে অপরের ছবি দেখতে পারবেন।

পাইনটুলস

সর্বশেষ আমাদের কাছে আছে পাইন টুলস। আপনি এমন কিছু খুঁজছেন যেটির উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে সবচেয়ে বেশি। তাহলে ফাইন টুলস হতে পারে আপনার পছন্দের একটি দুর্দান্ত টুল। পাইন টুলস অন্যান্য অপশন গুলোর থেকে কিছুটা আলাদা। কারণ এটি আপনার ছবির শার্টনে স নির্ধারণের ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ করবে। এখানে আপনি কোন ভলিউশন আজকের আকার বেঁচে নিতে পারেন এবং সেই সঙ্গে সামগ্রিক শক্তি নির্ধারণ করতেও পারেন।

যদিও এই পয়েন্ট টুলস অন্যান্য বিকল্প গুলোর মত চমৎকার নয়। তবে আপনি যদি আপনার ছবির জন্য নির্দিষ্ট কোন সেটিংস খুঁজেন তাহলে আপনি এর মাধ্যমে ভালো ফলাফল পেতে পারেন। যদি এ তালিকার অন্যান্য টুলস গুলো আপনার মন মত কাজ না করে তাহলে আপনার ছবি স্পষ্ট করার জন্য পাইন টুলস হতে পারে আরেকটি অন্যতম মাধ্যম। 

শেষ কথা

ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য এসব গুলো মাধ্যমই খুব ভালো। আপনি যদি পুরো পোস্টটি খুব ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন একটি ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়। এই আর্টিকেলটির মধ্যে অনেকগুলো টুলস দেওয়া আছে এগুলোর মধ্যে থেকে আপনার যে টুলসটি পছন্দ সেই টুলস দিয়ে অস্পষ্ট ছবিকে স্পষ্ট করবেন।


প্রিয় পাঠক আপনি যদি সঠিকভাবে আমার এই পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে আপনি এতক্ষণে বুঝে গেছেন ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করবেন অর্থাৎ অস্পষ্ট ছবি কিভাবে স্পষ্ট করা যায়। আমার এ পোস্ট পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url