প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়

বিদেশ যাওয়ার জন্য সবারই টাকা প্রয়োজন রয়েছে। বিদেশে যেতে হলে এক টাকা প্রয়োজন পড়ে, এটা আবার জোগান আর্থিকভাবে সবার পরিবারে থাকেনা। এজন্য মানুষকে নির্দেশ দেওয়ার জন্য অনেক জনের কাছে ধার দাওনা, বা ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। 



বাংলাদেশে প্রবাসে যাওয়ার জন্য অনেক ব্যাংক আছে যারা টাকা লোন দিয়ে থাকে। তাদের মধ্যে সবচাইতে অন্যতম ব্যাংক হল প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব সহজ মাধ্যমে টাকা লোন নেওয়া যায় বা প্রবাসী কল্যাণ ব্যাংক টাকা লোন দেয়। প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়, কেমন করে দেয় তার বিস্তারিত সব এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করা হলো। 

পোস্ট সূচীপত্রঃ প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় 

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন কি

প্রবাসী কল্যাণ ব্যাংক এমন একটি সাহায্য প্রদানকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশী প্রবাসীদের আর্থিকভাবে সাহায্য করে থাকে। বাংলাদেশ থেকে প্রতিবছর বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশী নাগরিকরা জীবিকার উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন। তবে বিদেশে যাওয়ার খরচ সকল বাংলাদেশী নাগরিকদের কাছে থাকে না।

তবে যেগুলো বাংলাদেশী ভাই ও বোনেরা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে সাহায্যের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ প্রদান করে থাকেন যা সাধারণত প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নামে পরিচিত। প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে বিদেশ যাওয়ার জন্য সহজ শর্তে লোন প্রদান করে থাকেন। বাংলাদেশ সরকার পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্যই প্রবাসী কল্যাণ ব্যাংকটি প্রতিষ্ঠান করেছেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়

প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় এটা হয়তো অনেক প্রবাসী ভাইয়েরাই জানেন না। প্রবাসী কল্যাণ ব্যাংক জামানত ছাড়া সহজ কিস্তিতে সর্বোচ্চ ১০ লক্ষ পর্যন্ত ঋণ দিয়ে থাকেন। তবে যে কোন প্রবাসী ইচ্ছা করলেই জামানত ছাড়া সহজ কিস্তিতে ১০ লক্ষ টাকা লোন নিতে পারবেন না। তার জন্য তাকে কিছু শর্ত পালন করতে হবে। তবে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তুলতে পারবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ কিস্তিতে লোন তুলতে চাইলে অবশ্যই আপনার ইকামা থাকতে হবে। এবং আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশের ওয়ার্ক পারমিট ভিসা থাকতে হবে। আপনি যদি অবৈধভাবে বিদেশে যেয়ে থাকেন বা আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিবে না। এই লোনটি শুধুমাত্র বৈধ প্রবাসীদের দেওয়া হয়ে থাকে।

প্রবাসী কল্যাণ ব্যাংক কত বছরের জন্য লোন দেয়



প্রবাসী কল্যাণ ব্যাংক কত বছরের জন্য লোন দেয় এই বিষয়টা অনেক প্রবাসী ভাই বা বোনদের অজানা থাকে। শুরুতেই বলি প্রবাসী লোন দুই ধরনের হয়ে থাকে একটি হল রিয়েন্টি ভিসার ক্ষেত্রে আর অন্যটি হল নতুন প্রবাসীদের ক্ষেত্রে। নতুন প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক তিন বছরের জন্য লোন দিয়ে থাকে।

আর যারা পুরাতন প্রবাসী তারা যদি তাদের ভিসাকে পুনরায় রিয়েন্টট্রি করাতে চান তাদের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক দুই বছরের জন্য লোন দিয়ে থাকেন। তবে সেই ক্ষেত্রে আপনি আপনার ঋণ প্রাপ্তির দুই মাস পর থেকে ঋণ পরিশোধ করতে পারবেন কিস্তির মাধ্যমে। এবং ৯% সরল সুদে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিয়ে থাকেন। তো আর দেরি কেন ভিটেমাটি বন্ধক না রেখে এখন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ কিস্তিতে লোন নিয়ে আপনিও অতি তাড়াতাড়ি বিদেশে কর্মের জন্য পাড়ি জমাতে পারবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম 

আপনি যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে তাদের সকল শর্ত মেনে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় যোগাযোগ করতে হবে। ব্যাংকের শাখায় গিয়ে আপনার নির্দিষ্ট ফর্ম পূরণ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে ব্যাংকে জমা দিতে হবে।

এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে লোন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেখানে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় জমা দিয়ে আসুন। লোনের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন এবং লোন সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ দিয়ে পড়ুন।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন কত প্রকার

প্রবাসী কল্যাণ ব্যাংক বর্তমান সময়ে তিন প্রকার লোন দিয়ে থাকে। অভিবাসন ঋণ, পূর্ণবাসন ঋণ, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ। নিম্নে এই তিন প্রকার লোন সম্পর্কে আলোচনা করা হলোঃ

অভিবাস ঋণঃ  প্রবাসীদের বিভিন্ন উপায়ে সহযোগিতার জন্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক অভিবাসন ঋণ দিয়ে থাকেন। যে সকল প্রবাসী ভাইয়েরা বিদেশে যেতে ইচ্ছুক তারা বিদেশে যাওয়ার সকল কাগজপত্র নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় যোগাযোগ করে এই লোনটি খুব সহজেই গ্রহণ করতে পারবেন। প্রবাসীরা সর্বোচ্চ এক লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত অভিবাসন গ্রিন গ্রহণ করতে পারবেন।

পূর্ণবাসন ঋণঃ আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন এবং বিদেশ থেকে চলে আসেন তাহলে আপনি অবশ্যই পূর্ণবাসনের পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আপনি যদি বৈধ ভাবে বিদেশ ভ্রমণ করেন এবং রাজনৈতিক সামাজিক কিংবা নিয়োগকর্তা কর্তৃক হয়রানির শিকার হয়ে দেশে ফিরে আসেন।

 তাহলে পরবর্তীতে আপনি স্বাবলম্বী হওয়ার ইচ্ছে পোষণ করলে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে পুনরায় পূর্ণবাসন গ্রহনের সুযোগ দেবেন। এই লোনের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর এবং একজন ঋণগ্রহীতা সর্বোচ্চ 50 লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে পারবেন। তবে আপনি যদি জামানতবিহীন ঋণ নিতে চান তাহলে সর্বোচ্চ তিন লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে পারবেন।

বঙ্গবন্ধুর অভিবাসী বৃহৎ পরিবার ঋণঃ আপনি বিদেশে বৈধ ভাবে চাকরির জন্য ভ্রমণ করার পরে আপনার পরিবারের যে কোন সদস্য যেমনঃ মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এবং আপনার নিকট আত্মীয় নিজে কেউই বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ গ্রহণ করতে পারবেন। এই লোনের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর হয়ে থাকে। 

এই ঋণ প্রকল্পে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা লোন আপনি তুলতে পারবেন। কিন্তু আপনি শুধুমাত্র তিন লক্ষ টাকা জমানো বিহীন গ্রহণ করতে পারবেন এবং পাঁচ লক্ষ টাকার বেশি লোন গ্রহণের জন্য আপনাকে অবশ্যই আপনার সম্পত্তির কিছু অংশের কাগজ পত্র ব্যাংকের কাছে জমা রাখতে হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধা



বাংলাদেশ সরকার প্রবাসীদের বিভিন্নভাবে আর্থিক সেবা দানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক নির্মাণ করেছেন। সহজ শর্তে বা অল্প এই ব্যাংক থেকে প্রবাসীরা লোন গ্রহণ করতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা গুলো নিম্নে আলোচনা করা হলোঃ

আপনি চাকরি বা কাজের জন্য বিদেশ ভ্রমণ করছে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে সহযোগিতা প্রদান করবেন।

প্রবাসে থাকাকালীন অবস্থায় কোন প্রবাসীর আর্থিক সহযোগিতা প্রয়োজন হলে। সেই সমস্যা সমাধানের জন্য প্রবাসী কল্যাণ দেয় লোন প্রদান করেন।

এছাড়াও প্রবাসীরা দেশে ফিরে অন্য যেকোনো কাজের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে চাইলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে ঋণ প্রদান করে থাকেন।

তাছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন সময়ে প্রবাসীদের সুবিধার্থে নানা রকম শর্তের ওপর লোন প্রদান করে থাকেন। প্রবাসীরা তাদের সুবিধা অনুযায়ী লোন নিতে পারেন সহজ কিস্তির মাধ্যমে। এভাবে বাংলাদেশের প্রবাসীরা বিভিন্নভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলছেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার অসুবিধা

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার অনেক সুবিধা রয়েছে কিন্তু এর পাশাপাশি কিছু অসুবিধা রয়েছেন। যেমন আপনি যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে অবশ্যই আপনার ইকামা থাকতে হবে এবং আপনাকে বৈধভাবে প্রতি মাসেই টাকা পাঠাতে হবে।

এছাড়াও আপনাকে জামানত দিয়ে টাকা লোন নিতে হবে। আপনি যদি লোন পরিশোধ করতে না পারেন তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আপনার জামানতকৃত অর্থ ব্যাংক নিয়ে নিবে। আপনি যদি প্রতি মাসে কিস্তি না দেন তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আপনার উপর আইনি ব্যবস্থা নিতে পারে।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে যে যে কাগজপত্র লাগে

প্রবাসী কল্যাণ ব্যাংক তিনটি পদ্ধতিতে প্রবাসীদের লোন দিয়ে থাকে অভিবাসন, পূর্ণবাসন, এবং বঙ্গবন্ধু অধিবাসী বৃহৎ পরিবার ঋণ। এই তিন পদ্ধতিকে লোন নেওয়ার জন্য আলাদা আলাদা কাগজপত্রের প্রয়োজন হয়। নিম্নে এই তিনটি পদ্ধতিতে লোন নেওয়ার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হয় তা নিম্নে আলোচনা করা হলোঃ

অভিবাসন লোন গ্রহণের জন্য যে কাগজপত্র গুলো প্রয়োজন হয়ঃ

আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
আপনার নাগরিক সনদপত্র অনেক সময় প্রয়োজন হতে পারে
আপনার পাসপোর্ট সাইজের চার কপি ছবি দিতে হবে
আপনার পক্ষ থেকে দুইজন জামিনদার এবং তাদের যাবতীয় তথ্য ও দুই কপি ছবি দিতে হবে
আপনার ভিসা, পাসপোর্ট এবং বিএমইটি কার্ডের কপি
প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
আপনার আপনার জামিনদারের স্বাক্ষর করা তিনটি চেকের পাতা ব্যাংকে জমা দিতে হবে

পূর্ণবাসন লোন গ্রহণের জন্য যে কাগজপত্রগুলো প্রয়োজন হয়ঃ

আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি ছবি লাগবে
আপনার জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে
আবেদনকারী এবং জামিনদার এর পৌরসভা কিংবা ইউনিয়ন কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র প্রয়োজন হবে
আপনার ট্রেড লাইসেন্স এর ফটোকপি প্রয়োজন হতে পারে
আপনার জামানত সম্পত্তির ডকুমেন্ট এর ফটোকপি প্রয়োজন হবে
আপনার বিনিয়োগের ঘোষণাপত্র প্রয়োজন হতে পারে
জামিনদারের স্বাক্ষর সহ আপনার ব্যাংক একাউন্টের তিনটি চেক পাতা
বিদেশ থেকে প্রত্যাগমন সংক্রান্ত সকল ডকুমেন্টস
প্রকল্পের সকল তথ্য সহ আপনার গত দুই বছরের আয়োজনের বিবরণী জমা দিতে হবে

বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোন গ্রহণের জন্য যে কাগজপত্র গুলো প্রয়োজন হয়ঃ

আবেদনকারীর বা আপনি যদি আবেদনকারী হোন তাহলে আপনার পরিচয় পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের তিন কপি ছবি লাগবে
আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন হতে পারে
জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২ কোটি ছবি লাগবে
আপনি যদি ব্যবসা বা প্রকল্পের স্থান ভাড়া নিতে চান সে ক্ষেত্রে লিজের চুক্তিপত্র প্রয়োজন হতে পারে
আপনার এবং জামিনদার এর পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র লাগবে
আপনার প্রকল্পের এক বছরে যত আয় ও ব্যয় হয়েছে এর সকল বিবরণী সহ বিস্তারিত তথ্য দিতে হবে
জামিনদারের স্বাক্ষর মেয়ে তিনটি চেক পাতা ব্যাংকে জমা দিতে হবে
আপনি কোন স্থান থেকে প্রশিক্ষণ করলেন, সেই স্থান থেকে প্রাপ্ত সার্টিফিকেট এর ফটোকপি

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন ফরম

আপনি চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন আবেদন সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তবে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কোন শাখায় গিয়ে আপনি লনের আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

আপনি এই ফর্মটি সংগ্রহ করার পর যথাযথভাবে এই ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় তথ্য ডকুমেন্ট সংযুক্ত করে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। এরপর তারা আপনার যাবতীয় ব্যাকগ্রাউন্ড চেক করবেন। এবং আপনাকে সহজ কিস্তিতে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের জন্য আবেদন



প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনাকে আবেদন করতে সরাসরি যোগাযোগ করতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংকের নিকটস্থ শাখায়। এর পরে আপনাকে লোন এপ্লিকেশন ফ্রম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য সেখানে উল্লেখ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র সংযুক্ত করার মাধ্যমে পুনরায় ফর্মটি ব্যাংকে জমা দিতে হবে।

ব্যাংক আকামত সকল তথ্য ও ডকুমেন্টগুলো যাচাই-বাছাই করবেন, এরপরে আপনি লোন পাওয়ার যোগ্য হবেন কিনা এ বিষয়ে যাচাই করে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে লোন প্রদান করবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অনলাইনে আবেদনের কোন পদ্ধতি নেই। তবে আপনি চাইলে অনলাইন থেকে লোন অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে সেখানে উল্লেখযোগ্য তথ্যগুলো উল্লেখ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে আপনি সরাসরি ব্যাংক শাখাই জমা করতে পারবেন।

এছাড়া সরাসরি অনলাইনে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তোলার জন্য আবেদন করতে পারবেন নেই কারণ এরকম কোন সিস্টেম প্রবাসী কল্যাণ দেয় চালু করেনি। আপনি শুধু এইটুকুই করতে পারেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে ডাউনলোড করতে। এবং সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকে জমা দিতে।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুদের হার কত

অনেক প্রবাসী ভাই ও বোনেরা আছেন যারা জানেন না প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিলে সেই লোনের সুদের হার কত হয়। প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের সুদের হার নির্ভর করে সাধারণত গ্রাহকের লোনের চাহিদা ও সময়ের ওপরে।

তবে নিম্নে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের প্রকার ও সুদের হার আলোচনা করা হলোঃ 

অভিবাসন লোন - দুই বছরের জন্য -সুদের হার ৯%

পূর্ণবাসন লোন - ১০ বছরের জন্য - -সুদের হার ৯%

বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোন - ১০ বছরের জন্য - সুদের হার ৯%

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন হাউজ



প্রবাসী ভাইয়েরা ঘর তৈরির উদ্দেশ্যে প্রবাসী ব্যাংক থেকে পূর্ণবাসন লোন গ্রহণ করতে পারবেন। আবার বৈধভাবে বিদেশ ভ্রমণ করে রাজনৈতিক অথবা সামাজিক নিয়োগদাতা কর্তিক হয়রানির শিকার হয়ে দেশে ফেরত এলে নিজেকে ও পরিবারকে পূর্ণবাসন করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে পুর্ণবাসন ঋণ দিয়ে থাকে।

প্রবাসী ভাইয়েরা এই লোন দিয়ে ঘর তৈরির পাশাপাশি ব্যবসা কাজে ইনভেস্ট করতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের পূর্ণবাসন লোনের সুধার শতকরা ৯% এবং এই লোনটি সর্বোচ্চ ১০ বছর মেয়েদে প্রবাসী ভাইয়েরা নিতে পারেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় অবস্থিত



আপনি কি প্রবাসে যেতে চাচ্ছেন অথচ জানেন না প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় বা প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় অবস্থিত। আপনি যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখার ঠিকানা জানতে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা সমূহের ঠিকানা দেখুন।

অথবা আপনি গুগলে গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক লিখে সার্চ করলে আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা এবং ঠিকানা ও মোবাইল নম্বর আপনাকে দেখাবে। এভাবে আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ঠিকানা ও মোবাইল নাম্বার এর মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে লোন নিতে পারবেন।

লেখকের শেষ মন্তব্য

প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশের একটি জনপ্রিয় এবং অন্যতম প্রবাসীদের লোন পদ্ধতি। আমাদের আলোচনা মূল টপিক ছিল প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়। কেমন করে লোন পাওয়া যায়, কি কি পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেতে পারি তার বিস্তারিত সবকিছু এই পোস্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছে।

আপনাদের যদি এই আটিকাটি করে প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয় এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন, সম্পূর্ণ পোস্ট যদি ভালোভাবে পড়েন, তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন। যদি আমারে আর্টিকেলটি মাধ্যমে বোঝানোর কোন কমতি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরো বিস্তারিত জানার জন্য আপনারা প্রবাসে করলেন ব্যাংকে যোগাযোগ করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url